বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

সুন্দরবনে বিষ, জালসহ ২শ কেজি চিংড়ি জব্দ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনে বিষ, জালসহ ২শ কেজি চিংড়ি জব্দ 

সুন্দরবনে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা।  গত সোমবার রাতে কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনেরে নেতৃত্বে বনবিভাগ সুন্দরবনে আন্দারমানিক খালে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। 

তবে বনবিভাগের উপস্থিত টের পেয়ে জেলের দল মালপত্র ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ১টি নৌকা, লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ ভেষালী জাল, তিন বোতল বিষসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বনবিভাগ। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। জেলেদের চিহ্নিত করে পাকড়াবার চেষ্টা অব্যাহত আছে। আটক চিংড়ি মাছ মাটিতে চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে । 

টিএইচ